যশোর সদর উপজেলা উপ-নির্বাচনে আ.লীগের ২১ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

0

বিশেষ প্রতিনিধি॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগের ও ছাত্রলীগের ২১ নেতা। এরমধ্যে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ১৫ নেতা। বুধবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেয়ার শেষ দিন।
দলীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করা ১৫ নেতা তাদের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। আরো ছয় নেতা দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। তারা আজ মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।
এরা হলেন জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, আওয়ামী লীগের সহসভাপতি মেহেদি হাসান মিন্টু, সহসভাপতি হুমায়ুন কবীর কবু, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী বর্ন উত্তম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল ও জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান ।
এদিকে, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মঙ্গলবার আরো ছয় নেতা দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। এরা হলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সুখেন মজুমদার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, দফতর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, সদস্য জাহিদুর রহমান লাবু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফয়সাল খান। তারা আজ বুধবার শেষ দিনে মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন।