কোভিড সংক্রমণ নিয়ে যে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বেড়েছে। সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও বলেছে ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল। এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তবে তিনি বলেন, ‘যেকোনো জায়গায় করোনার সংক্রমণ থাকলেই সব জায়গার জন্য এটি হুমকি।’