দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের অস্ত্রের ঝনঝনানি, ভিয়েতনাম সতর্ক করলো ভারতকে

0

লোকসমাজ ডেস্ক॥ দক্ষিণ চীন সাগরে শক্তি বাড়াচ্ছে বেইজিং। প্যারাসেল দ্বীপে তারা ইতিমধ্যেই মোতায়েন করেছে ফাইটার এবং বোমারু বিমান।ভিয়েতনাম এর রাষ্ট্রদূত ফাম সওয়া চাও আজ ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এইচ জি যে বোমারু বিমান নিয়ে প্যারাসেল দ্বীপে চীন নিয়মিত মহড়া দিচ্ছে। রাষ্ট্রদূত এই কথা জানিয়ে ভারতের সঙ্গে ভিয়েতনাম এর সম্পর্ক আরও মজবুত করার কথা জানিয়েছেন। তিনি দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের তেল ও গ্যাস প্রকল্পগুলোতে ভারতের সাহায্যও প্রার্থনা করেন। চীন আগেই জানিয়েছে যে, দক্ষিণ চীন সাগর অঞ্চলে মার্কিন শক্তির উন্মেষের জন্যে তারা এই অঞ্চলে শক্তি বৃদ্ধি করছে। ভিয়েতনাম এবং ভারত চীনের এই প্রয়াসে অশনি সংকেত দেখছে।বিশেষ করে লাদাখ স্ট্যান্ড অফ এর পর বিষয়টিকে হালকাভাবে দেখতে রাজি নয় ভারত।।