যশোর মুরগি ফার্মগেটের ব্যবসায়ীরা জাফর গংয়ের চাঁদাবাজিতে অতিষ্ঠ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলবাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার সেই জাফরের চাঁদাবাজিতে এবার অতিষ্ঠ হয়ে উঠেছেন শংকরপুর মুরগির ফার্মগেট এলাকার ব্যবসায়ীরা। চাঁদা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার রাতে সন্ত্রাসী জাফর গং সেলিম মিয়া নামে একজন সেনিটারি ব্যবসায়ীকে মারপিট করেছে। এ ঘটনায় ভুক্তভোগী সেলিম মিয়া কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ব্যবসায়ী সেলিম মিয়া জানান, শংকরপুর গাড়োয়ানপট্টির মৃত আব্দুল হান্নান টনুর ছেলে জাফর ও তার সহযোগীরা মুরগির ফার্মের সামনের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। কারো কারো কাছ থেকে ইতোমধ্যে তারা জোর করে চাঁদা আদায়ও করেছে। তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা চাকু বের করে ব্যবসায়ীদের গালিগালাজ করে, খুন জখমের হুমকি দিয়ে থাকে। গত মঙ্গলবার রাত আটটার দিকে জাফরের নেতৃত্বে কয়েকজন সহযোগী চাকুসহ নানা অস্ত্রশস্ত্র নিয়ে মুরগির ফার্মের সামনের ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে, ‘এখানে ব্যবসা করতে হলে টাকা দিতে হবে।’ সেলিম মিয়াসহ অন্য ব্যবসায়ীরা এ সময় তাদের টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাফর গং সেলিম মিয়াকে গালিগালাজ করে এবং কিলঘুষি মারে। আনিছুর রহমান নামে একজন ব্যবসায়ী সেলিম মিয়াকে রক্ষা করতে এগিয়ে এলে চাঁদাবাজরা তাকেও এলোপাতাড়ি কিলঘুষি মারে। এক পর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা ব্যবসায়ীদের দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। ব্যবসায়ীরা জানান, বেশ কয়েক মাস আগে জাফর গং একইভাবে রেলবাজার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে জাফরকে ধরে বেধড়ক মারপিট করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ সংক্রান্ত মামলায় কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসে সে। এরপর জাফর গং চাঁদার দাবিতে মুরগির ফার্মগেট এলাকার ব্যবসায়ীদের ওপর চড়াও হয়েছে। ব্যবসায়ীরা এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।