চন্দ্রিমা উদ্যানের ঘটনায় বিএনপির ৭০ নেতা-কর্মীন আগাম জামিন

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ ৭০ জন বিএনপি নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসাথে ২৬ সেপ্টেম্বরের পর তাদের ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বুধবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন পাওয়াদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ফুটবলার আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি নেতা তাবিথ আউয়ালও রয়েছেন।
আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। এর আগে, ১৬ আগস্ট রাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলায় বিএনপির ১৫৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা করা হয়। মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। মামলায় বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হককেও আসামি করা হয়। ১৬ আগস্ট এই সংঘর্ষের ঘটনায় বুধবার পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।