মেসির অভিষেকের আগে ফরাসি ফুটবলে কলঙ্কের দাগ

0

লোকসমাজ ডেস্ক॥ লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর পর সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফরাসি ফুটবল। ২৯শে আগস্ট রিমের বিপক্ষে অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আর্জেন্টাইন সুপারস্টারের। তার আগে ফরাসি ফুটবলে লাগল কলঙ্কের দাগ। রোববার রাতে দর্শক হাঙ্গামায় বাতিল হয়ে গেছে নিস ও অলিম্পিক লিঁও’র মধ্যেকার ম্যাচ।
ফরাসি লিগ ওয়ানে নিসের ঘরের মাঠ আলিয়াঞ্জ রিভেইরায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল মার্শেই। ৪৯তম মিনিটে ডেনিশ ফরোয়ার্ড কাসপের ডলবার্গের গোলে লিড নেয় নিস। ম্যাচের অপ্রীতিকর ঘটনার শুরু ৭৪তম মিনিটে। কর্ণার নিতে গিয়েছিলেন মার্শেইয়ের ফরাসি মিডফিল্ডার দিমিত্রি পায়েত। এসময় তার পিঠে এসে লাগে সমর্থকদের ছোড়া পানির বোতল।
মার্শেই ফুটবলারদের লক্ষ্য করে একের পর এক বোতল ছুঁড়তে থাকে নিস সমর্থকরা। মার্শেই ফুটবলাররা সেই বোতল কুড়িয়ে গ্যালারিতে পাল্টা ছুঁড়ে মারে। ক্ষুব্ধ নিস সমর্থকরা মাঠে নেমে আসতে শুরু করে। মার্শেই ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিস সমর্থকরা। আহত হন মার্শেই ও নিসের পাঁচ ফুটবলার।
নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি শান্ত করলে ম্যাচ পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। নিরাপত্তা শঙ্কায় মাঠে নামতে অস্বীকৃতি জানায় মার্শেই ফুটবলাররা। ফ্রান্সের পেশাদার ফুটবল লীগ কমিটি (এলএফপি) পরে নিসকে এই ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে। এলএফপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে মার্শেই। ক্লাবটির সভাপতি পাবলো লঙ্গরিয়া বলেন, ‘আমরা ম্যাচটি পুনরায় শুরু করতে রাজি ছিলাম না। কেননা ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম আমরা। ম্যাচের রেফারিও আমাদের সঙ্গে একমত প্রকাশ করে। তিনিও মনে করেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’
এর আগেও মার্শেই ফুটবলারদের উপর বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে ক’দিন আগেই। মঁপলিয়ের-এর মাঠে গত ৮ই আগস্ট ম্যাচের ৬৯তম মিনিটে স্বাগতিক দর্শকরা বোতল ছুঁড়লে মার্শেইয়ের ফরাসি মিডফিল্ডার ভালেঁতিন রঁগিয়েরে মুখে এসে লাগে। তিনি তখন মাঠে নামার জন্য ওয়ার্মআপ করছিলেন। বোতলের আঘাতে ঠোঁট কেটে যায় তার। ওই ঘটনায় চার মঁপলিয়ের সমর্থককে গ্রেফতার করে পুলিশ। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ক্ষুব্ধ মার্শেই সভাপতি লঙ্গরিয়া। তিনি বলেন, ‘এ নিয়ে দ্বিতীয়বার এরকম ঘটনার মুখোমুখি হলাম আমরা। কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। ম্যাচের ফলাফল ঘোষণার বিরুদ্ধে আমরা ফরাসি ফুটবলের কাছে আবেদন জানাবো।’
নিস সভাপতি জিয়াঁ-পিয়েরে রিভেরা দর্শক হাঙ্গামার জন্য দায়ী করেছেন মার্শেই ফুটবলারদের। তিনি বলেন, ‘দূর্ভাগ্যজনকভাবে কিছু সমর্থক মাঠে বোতল ছোঁড়ে। কিন্তু মার্শেই ফুটবলাররা সেগুলো গ্যালারিতে পাল্টা ছুঁড়তে থাকে। এই ঘটনা থেকেই তো কিছুটা পরিস্কার। মার্শেই কেন আবার খেলা শুরু করতে রাজি হয়নি সেটা আমার বোধগম্য নয়।’