চ্যাম্পিয়নস লিগে মেসি-নেইমার দ্বৈরথ হচ্ছে না!

0

লোকসমাজ ডেস্ক॥ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো শুরুর আগেই বড় ধাক্কা খেলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। চোট পেয়ে ৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার। এর ফলে ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে নামা হচ্ছে না ব্রাজিলীয় তারকার। নেইমার চোট পেয়েছেন বুধবার। ফরাসি কাপে কঁয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটায় খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন। পরীক্ষার পরই ধরা পড়ে কতটা গুরুতর সেই চোট। পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমার বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে তাকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’ এর ফলে চোটের দিন থেকে হিসেব করলে মার্চের ১০ তারিখ মাঠে ফিরতে পারবেন নেইমার। তখন আবার ফিরতি লেগে পার্ক দু প্রিন্সেসে বার্সার মুখোমুখি হবে পিএসজি। তাই এই ম্যাচেও নেইমারের খেলা নিশ্চিত নয়! যে কারণে সাবেক বার্সা তারকা নেইমার ও মেসির দ্বৈরথটা অনিশ্চয়তার মাঝেই রয়ে গেলো!