তালেবানদের আফগান দখল # ভয়ে বেড়েছে বোরকা বিক্রি

0

লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। রোববার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে রয়টার্সকে তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা গনির কাবুল ছাড়ার সংবাদ যাচাই করছে। এদিকে আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট গনির সাথে তার ঘনিষ্ঠ সহযোগীরাও দেশ ত্যাগ করেছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও আফগানিস্তান ত্যাগ করেছেন। এর আগে আফগানিস্তানের প্রধান সব শহর দখলের পর রোববার কাবুলের প্রান্তে হাজির হয় তালেবান যোদ্ধারা। এর মধ্যে তালেবান ঘোষণা দেয়, তারা যুদ্ধের মাধ্যমে নয় বরং শান্তিপূর্ণভাবে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করছে।
কাবুলের প্রান্তে তালেবান যোদ্ধাদের অবস্থানের জেরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূত জালমে খলিলজাদ ও অন্য ন্যাটো কর্মকর্তাদের সাথে বৈঠক করছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এর আগে শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে আশরাফ গনি তালেবানের হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এদিকে আফগানিস্তানের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন আলি আহমদ জালালি। পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনিই দেশটির দায়িত্বে থাকবেন। আলি আহমদ জালালি ১৯৪০ সালে কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৭-১৮ সালে জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৩-২০০৫ সাল পর্যন্ত তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। এছাড়া ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে নেয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিস্টিঙগুইশড প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আফগান জাতীয় সেনাবাহিনীতে কর্নেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সেনা কর্মকর্তা হিসেবে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি দীর্ঘ সময় ভয়েস অব আমেরিকার সাংবাদিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত সময়কালে তিনি সাংবাদিকতার দায়িত্ব পালনের সময় ব্যাপকভাবে এই অঞ্চল সফর করেছিলেন। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে। এদিকে তালেবানের ভয়ে কাবুলে বেড়েছে বোরকা বিক্রি। বেড়ে গেছে দামও। দ্য গার্ডিয়ান জানায়, বোরকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে দামও। এক নারী ক্রেতা গার্ডিয়ানকে জানান, যে বোরকার দাম গত বছর ছিল ২০০ আফগানি তা এখন দুই থেকে তিন হাজার আফগান মুদ্রায় বিক্রি হচ্ছে।
আফগানিস্তানে নীল বোরকা জনপ্রিয়। এই রঙের বোরকা দেখেই বিশ্বে আফগান নারীদের চিহ্নিত করা হয়। এই বোরকা কিছুটা ভারী কাপড়ে তৈরি করা হয়। যা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখে। চোখের সামনে থাকে নেটের কাপড় যা দিয়ে বোরকা পরিহিতরা দেখতে পায়। আগের তালেবান শাসনের সময় বোরকা পরা ছিল বাধ্যতামূলক।
তবে ২০০১ সালে মার্কিন অভিযানে তালেবান সরকারের পতনের পর আফগান নারীদের জন্য বোরকা পরা আর বাধ্যতামূলক থাকেনি। তবে ধর্মীয় ও ঐতিহ্যগত কারণে অনেকেই বোরকা পরতেন এ সময়ে। অনেক নারী আধুনিক ও নিজের পছন্দের পোশাক পরতে পারতেন। ২০০১ সালে তালেবান সরকারকে উৎখাত করে আফগানিস্তান মার্কিন বাহিনী দখল করলে ২০০২ সালে যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের আসেন আশরাফ গনি। বিশ্বব্যাংকের সাবেক এই গভর্নর আফগানিস্তানের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে এক নির্বাচনের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় কাবুলের প্রান্তে এসে পৌঁছেছে তালেবান যোদ্ধারা।
সূত্র : আলজাজিরা, বিবিসি ও তোলো নিউজ