আজ খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন

0

স্টাফ রিপোর্টার॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ৭৬তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর দল বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি। আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে তাই নেই কোনো আয়োজন। গত চার বছর ধরে খালেদা জিয়ার জন্মদিন কেক কেটে উদ্যাপন করা হচ্ছে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। খালেদা জিয়া দুই বছরের বেশি সময় জেলে থাকার পর সরকারের নির্বাহী আদেশে এখন বাসায় আছেন। নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎও খুব কম হয়। জাতীয় শোক দিবসে ২০১৬ সাল থেকে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয় না। ২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা, বন্যাসহ বিভিন্ন কারণে এবং ২০১৭ সালে চিকিৎসার জন্য বিদেশে থাকায় ওই বছরগুলোতে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করেনি বিএনপি। ২০১৮ সালে ১৫ আগস্ট কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। ২০১৯ সালের ১৬ আগস্ট দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৯৯৩ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করে আসছে বিএনপি। এর আগে ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন খালেদা জিয়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করতো।