যশোর সিটি কলেজপাড়ায় ব্যবসায়ী ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সরকারি সিটি কলেজপাড়ায় গতকাল বিকেলে তাপস পোদ্দার (৩৫) নামে এক ব্যবসায়ী ছুরিকাহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপস পোদ্দার জানিয়েছেন, কাল বেলা আড়াইটার দিকে তিনি শহর থেকে বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছে মোবাইল ফোনে কথা বলার সময় পেছন থেকে কয়েকজন যুবক এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তাপস সিটি কলেজপাড়ার তপন পোদ্দারের পুত্র। তিনি ব্যবসা করেন বলে জানিয়েছেন।