কোহলিকে ‘ডাক’ উপহার দিয়ে যা বললেন ৩৯ বছরের অ্যান্ডারসন

0

লোকসমাজ ডেস্ক॥ ক্রিকেটীয় হিসেবে একজন পেসারের অবসর নেওয়ার সময় অনেক আগেই চলে গেছে। কিন্তু ৩৯ বছর বয়সেও বাইশ গজে ঝড় তুলে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। বৃষ্টিবিঘ্নিত ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনশেষে তার বোলিং ফিগার ১৩.৪-৭-১৫-২! অ্যান্ডারসনের দুই শিকারের অন্যতম ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকাল তিনি অ্যান্ডারসনের বলে বোকা বনে গিয়ে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন!
কোহলি ভেবেছিলেন অ্যান্ডাসনের অফ স্টাম্প ঘেঁষা বলটি ভেতরে ঢুকবে। তাই তিনি ব্যাট পেতে দিয়েছিলেন। কিন্তু জিমির চতুর বোলিংয়ে বলটি হালকা বাইরের দিকে বেঁকে কোহলির ব্যাট ছুঁয়ে জমা হয় কিপারের গ্লাভসে। বোকার মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হাঁটা দেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অ্যান্ডারসনই একমাত্র বোলার, যিনি কোহলিকে দুইবার শূন্য রানে আউট করেছেন।
দিনের খেলা শেষে প্রতিক্রিয়ায় অ্যান্ডারসন বলেন, ‘এই জায়গাটায় বল ফেলে আমি আগেও চ্যালেঞ্জ করেছি বিরাটকে। সে কখনও খেলেছে, কখনও ছেড়েছে, কখনও পরাস্ত হয়েছে। বেশির ভাগ সময়ই সে সামলে নিয়েছে। তবে আজকে সেই দিন, যেদিন বল তার ব্যাটের কানা ছুঁয়ে কিপারের গ্লাভসে চলে যায়। কোহলিকে এত দ্রুত আউট করতে পারা কিছুটা অস্বাভাবিক বটে।’
আগের বলেই চেতেশ্বর পূজারাকে আউট করেছিলেন অ্যান্ডারসন। তিনি আরও বলেন, ‘কোহলির উইকেট সবসময়ই বড়। যে জায়গায়টায় বল করতে চেয়েছি, ঠিক সেখানেই বল রাখতে পারা, তার ব্যাটের কানায় লাগা- সব মিলিয়ে দলকে খেলায় ফেরাতে পারাটা দারুণ ঘটনা ছিল। ওদের সেরা ক্রিকেটারদের সবসময় এত দ্রুত আউট করা যায় না।’