বাগেরহাটে পল্লী উদ্যোক্তাদের এসএমই ঋণ বিতরণ শুরু

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পক্ষ থেকে এসএমই ঋণ বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান তার কার্যালয়ে এই ঋণ কার্যক্রমের উদ্বোধন করেন । বিআরডিবি বাগেরহাটের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ঋণ প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিবেকানন্দ রায়সহ ঋণ গ্রহনকারীরা উপস্থিত ছিলেন। এদিন বাগেরহাট সদর উপজেলার সাতজন উদ্যোক্তার মাঝে দশ লাখ টাকার ঋণ প্রদান করা হয়।
উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন বলেন, বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে মোল্লাহাট ছাড়া আটটি উপজেলায় ২২০ জন উদ্যোক্তার মাঝে দুই কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা ঋণ প্রদান করা হবে। এক সপ্তাহের মধ্যে ঋণ গ্রহীতাদের মাঝে এই টাকার চেক হস্তান্তর করা হবে।