ওয়ার্ড পর্যায়ে ১৮ বছর বয়সোর্ধরা টিকাদানের সুযোগ পাবেন একদিনই

0

বিএম আসাদ ॥ যশোরে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল আরো ৭ জনের। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এ সময় জেলায় আরো ১শ ৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা থেকে সুরক্ষার জন্য গতকাল অ্যাট্রোজেনিকার ও সিনোফর্মের ৬৪ হাজার ৮শ টিকা এসেছে। ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স তারা প্রথমদিন ৭ আগস্ট নিবন্ধন করে ওইদিন টিকা দিতে পারবেন। এ সুযোগ একদিনের জন্য। সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের মিডিয়া বিষয়ক কর্মকর্তা, আরএমও ডা. মো. আরিফ হোসেন জানিয়েছেন, কাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় উপসর্গ নিয়ে কারোর মৃত্যু হয়নি। তবে, আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় আরোপ ৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃতদের ভেতর ৩ জন নারী, ৪ জন পুরুষ। তাদের বয়স ৩৩ বছর থেকে ৭০ বছরের মধ্যে। এ নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ২শ ৮২ জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যশোর জেলায় এ পর্যন্ত করোনা রোগীর মৃত্যু হয়েছে ৩শ ৬৮ জনের। ২৪ ঘন্টায় ৭ জনের করোনায় মৃত্যুর পাশাপাশি এ সময় ১শ ৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬শ ৬৯টি নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত হয়েছেন। করোনা থেকে লোকজনকে সুরক্ষার জন্য টিকা দান কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল চীনের তৈরি আরো ২৮ হাজার ৮শ টিকা এসেছে। বহু প্রতিক্ষিত অক্সফোর্ডের অ্যাট্রোজেনিকার তৈরি (কোভিশীল্ড) টিকা এসেছে ৩৬ হাজার। প্রথম দিকে লোকজনকে এ টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। যারা দ্বিতীয় ডোজ পাননি তারা দ্বিতীয় ডোজ পাবেন। বর্তমানে চলছে সিনোফর্মের টিকা প্রদান কার্যক্রম। এ গ্রুপে চীনের টিকা দেয়া হবে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, আগামী ৭ আগস্ট হচ্ছে, ১৮ বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য সুবর্ণ সুযোগ। এদিন যারা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করবেন, তাদের ওইদিনই টিকা দেয়া হবে। তবে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। অন্যথায় টিকা দেয়া যাবে না। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আরো বলেন, এ সুযোগ মাত্র এক দিনের জন্য। এদিন যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে একটি করে কেন্দ্র থাকবে। বুথ থাকবে ১টি করে। যশোর পৌরসভা বাদে উপজেলা পর্যায়ের পৌরসভাগুলো ইউনিয়ন পর্যায়ের কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। সে মোতাবেক যশোর জেলায় সর্বমোট ৯৩টি ইউনিয়নে ৩টি করে কেন্দ্র থাকবে। মোট ২শ ৭৯টি কেন্দ্রে দেয়া হবে টিকা। প্রতি কেন্দ্রে ৬শ জন ৭ আগস্ট টিকা দেয়ার সুযোগ পাবেন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, গতকাল যশোরে মোট ৫ হাজার ২শ’ ৭২ জন সিনোফর্ম টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২শ ৯০ জন।