বাঘারপাড়া পৌরসভা নির্বাচন জীবননাশের শঙ্কায় ধানের শীষ প্রার্থীর থানায় জিডি

0

স্টাফ রিপোর্টার ॥ জীবননাশের আশঙ্কায় থানায় জিডি করেছেন বাঘারপাড়া পৌরসভার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল হাই মনা। সোমবার রাতে তার বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও হুমকি-ধামকির পর মঙ্গলবার দুপুরে তিনি বাঘারপাড়া থানায় এ জিডি করেন। জিডিতে মেয়র প্রার্থী আব্দুল হাই মনা উল্লেখ করেন, সোমবার রাত সাড়ে সাতটার দিকে ৭০/৮০ জন অজ্ঞাত মুখোশধারী সন্ত্রাসী পৌর সদরের দোহাকুলা গ্রামে আমার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বেধড়ক ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার বাড়ির মধ্যে ঢুকে চিৎকার করে বলতে থাকে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে জানে মেরে ফেলা হবে। নির্বাচনে সরকারি দল জিতবে এজন্য বাড়াবাড়ি না করে বাড়ির সবাইকে ১৬ তারিখ পর্যন্ত এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসে। আব্দুল হাই মনা জানান, এ ঘটনার পর আমি ও আমার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা বোধ করছি। সন্ত্রাসীরা যেকোনো মুহূর্তে আমার বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। এজন্য আমি থানায় অভিযোগের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জিডি করেছি। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বাঘারপাড়া পৌরসভার নির্বাচন। নির্বাচনকে ঘিরে সরকারি দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে নানা অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।