‘ঢাকাই মসলিন হাউস’ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

0

লোকসমাজ ডেস্ক॥ বড় পরিসরে বাণিজ্যিক ভিত্তিতে মসলিন উৎপাদনের জন্য ‘ঢাকাই মসলিন হাউস’ প্রতিষ্ঠা করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।বৃহস্পতিবার সচিবালয়ে ‘জনপ্রশাসন পদক-২০২১’ প্রাপ্তির বিষয়ে অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক সভায় এ কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মন্ত্রী বলেন, ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার তারাবতে জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজের জমিতে ‘ঢাকাই মসলিন হাউস’ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক লোকের বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। আশা করা যায়, শিগগিরই বাংলাদেশের রফতানি পণ্যের তালিকায় মসলিন কাপড় যুক্ত হবে।
সভায় বস্ত্র ও পাট সচিব মো. আবদুল মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।