ঝিনাইদহে মশক নিধনে স্প্রে শুরু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ করোনা পরিস্থিতির মধ্যে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। বিষয়টি মাথায় রেখে ঝিনাইদহ শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে মশক নিধন শুরু করেছে পৌরসভা। মেয়র সাইদুল করিম মিন্টু নিজেই ফগ মেশিন নিয়ে স্প্রে করেছেন। গতকাল রোববার সকালে শহরের পায়রা চত্বর থেকে হাটের রাস্তা অভিমুখে ফগ মেশিন দিয়ে মশক নিধনের কাজ শুরু করেন তিনি। মেয়র বলেন, করোনায় ঝিনাইদহে ভয়াবহ অবস্থা চলছে। এর মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তাই আমরা বিষয়টি হালকা ভাবে নিচ্ছি না। পৌর এলাকার পাড়া মহল্লায় মশক নিধন শুরু হবে।