শেয়ারের দাম বাড়ার শীর্ষে পদ্মা ইসলামী লাইফ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৫ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেযারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার লেনদেন শেষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.১০ টাকায়। ফলে কোম্পানির শেয়ার দর ৩.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
এদিকে, ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৯২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯.৭৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৯.৭৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৫২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৫২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.২১ শতাংশ, বিবিএসের ৮.৮৩ শতাংশ এবং রহিম টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে