ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের প্রাণহানি

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ৯৭ জন। করোনা আক্রান্ত হয়ে সদরে ৩ জন ও মহেশপুরে ১ জনের মৃত্যু হয়। এছাড়া উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে এক জন, কোটচাঁদপুরে দু’জন, শৈলকুপার শিক্ষক পাড়ায় এক জন ও মহেশপুরে তিন জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। সিভিল সার্জন সেলিনা বেগম জানান, জেলায় গত ২৪ ঘন্টায় সদর হাসপাতাল ল্যাব থেকে ২৪৪ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৯৭ জনের দেহে করোনা ধরা পড়েছে। এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
এদিকে সারাদেশের ন্যায় ঝিনাইদহে শুরু হয়েছে কঠোর লকডাউন। সকাল থেকে ওষুধ, কাঁচাবাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। লকডাউনের প্রথম দিনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। লে. কর্নেল মোর্শেদুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারির এ সময়ে সরকারি আদেশ নিশ্চিতকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে।