কোটি টাকার সোনাসহ বাসযাত্রী আটক

0

লোকসমাজ ডেস্ক॥ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৯ বিজিবি যশোর) সদস্যরা ১০টি সোনার বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারণ মোড়ে তারা অভিযান চালায়।
আটক মনিরুজ্জামান যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নমাজ গ্রামের শের আলী মোড়লের ছেলে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, তার নেতৃত্বে বিজিবির একটি টহল ভোরে সাতক্ষীরাগামী একটি বাসে (ঢাকা মেট্রো- ব-১৪-৬৪০৯) তল্লাশি করে। তারা এক যাত্রীর পায়ের কাছে থাকা একটি ব্যাগের মধ্য থেকে ১ দশমিক ১৭৯ কেজি ওজনের ১০টি সোনার বারসহ তাকে আটক করেন। জব্দ সোনার দাম প্রায় এক কোটি এক লাখ ৩৯ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান বিজিবিকে জানিয়েছেন, ঢাকা থেকে সোনার বারগুলো নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। ওই সোনার বিনিময়ে ইউএস ডলার নিয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।