শ্যামনগরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা শ্যামনগরে পানিতে ডুবে এক পরিবারের দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ১১টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে খোকন গাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের মনিরুল গাজীর মেয়ে মুন্নী (৫) এবং ছোট ভাই শরিফুল গাজীর মেয়ে জীম (৬)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো বোন। নিহত জীমের পিতা শফিকুল গাজী জানান, গত বৃহস্পতিবার পাখিমারা গ্রামে তাদের ফুফা খোকন গাজীর বাড়িতে পরিবারের লোকজন বেড়াতে যায়। শুক্রবার সকাল ১১ টার দিকে প্রচণ্ড গরমে দুই বোন বাড়ির পুকুরে গোসল করার সময় সবার অজান্তে ডুবে যায়। এ সময় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।