যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, সাতজন আহত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ৭ জন কমবেশি আহত হয়েছেন। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- যশোর সদর উপজেলার বড় হৈবতপুরের রহমত আলী শেখ (৭০) ও মনিরামপুর উপজেলার ফতেহাবাদ গ্রামের আব্দুল ওয়াদুদ সরকার (৫৫)। আব্দুল ওয়াদুদ সরদার যশোর ২৫০ শয্যা হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা যান। নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানিয়েছেন, আব্দুল ওয়াদুদ সরকার একজন কাঠ ব্যবসায়ী। মঙ্গলবার রাত ৯টার দিকে মনিরামপুর বাজারে দোকান বন্ধ করে তিনি সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মনিরামপুর ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে সাইকেলের ধাক্কা দিলে আব্দুল ওয়াদুদ গুরুতর আহত হন। গভীর রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
অপরদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান বৃদ্ধ রহমত আলী শেখ। নিহতের স্বজন আব্দুল কাইউম জানিয়েছেন, মঙ্গলবার রহমত আলী শেখ ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)সহ ৮/৯ জন নড়াইলে আত্মীয় বাড়ি থেকে থ্রি-হুইলারযোগে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টার দিকে যশোর শহরের পালবাড়ী নওদাগাঁ সড়কের তেঁতুলতলা মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেল রক্ষা করতে গেলে থ্রি-হুইলারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় থ্রি-হুইলারটি রাস্তার পাশে থাকা স্টীলের পাইপের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ৭ জন কমবেশি আহত হন। আহতদের ভেতর রহমত আলী সরদার ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রহমত আলী শেখের মৃত্যু হয়। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।