শেষ ম্যাচ পর্যন্ত আশা বাঁচিয়ে রাখল রিয়াল-পিএসজি

0

লোকসমাজ ডেস্ক॥ এরই মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘আ’ ও জার্মান বুন্দেসলিগার শিরোপা।ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটি, ইতালিতে ইন্টার মিলান ও জার্মানিতে শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এখন বাকি রয়েছে শুধুমাত্র স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপার লড়াই। যার জন্য অপেক্ষা করতে হবে লিগের শেষ ম্যাচ পর্যন্ত। এ দুই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুই দল রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তাদের শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রেখেছে এখনও। শেষ রাউন্ডের ফলাফলের ওপরই নির্ভর করছে রিয়াল ও পিএসজির শিরোপা স্বপ্ন। রোববার রাতে নিজেদের লিগে ৩৭তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে দুই দলই। অ্যাথলেটিক বিলবাওকে হারাতে বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকের। ম্যাচের ৬৮তম মিনিটে নাচোর করা একমাত্র গোলে তারা জয়টি পেয়েছে। এখন ৩৭ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ম্যাচে অ্যাটলেটিকো ড্র কিংবা হারলে এবং রিয়াল জিতলে শিরোপা যাবে রিয়ালের ঘরে। একই সমীকরণের সামনে দাঁড়িয়ে প্যারিস সেইন্ট জার্মেই। তারা সবশেষ ম্যাচে রেইমসকে হারিয়েছে ৪-০ গোলে। দলের হয়ে গোল চারটি করেছেন নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপে, মারকুইনহোস এবং ময়সেস কিন। জয় পেলেও লিগ ওয়ানের দুই নম্বরেই রয়েছে পিএসজি। লিগের ৩৭ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। শেষ রাউন্ডের ম্যাচ লিল ড্র কিংবা হারলে এবং পিএসজি জিতলে শিরোপা যাবে তাদের ট্রফি কেবিনেটে।