মোদির কারণে হচ্ছে না ভারত-পাকিস্তান সিরিজ : জাকা আশরাফ

0

লোকসমাজ ডেস্ক॥ ক্রিকেট বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় লড়াইটা চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু গত কয়েক বছর ধরে বৈশ্বিক ইভেন্টের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সবশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এই দুই দল। গত ৮-৯ বছরে আইসিসির আয়োজনে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি কিংবা এসিসির আয়োজনে এশিয়া কাপ ছাড়া একবারের জন্যও নিজেদের মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে বেশ কয়েকবার তোরজোড় করা হলেও, বাস্তবে তা আলোর মুখ দেখেনি। এই অবস্থার পেছনে সরাসরি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রেসিডেন্ট জাকা আশরাফ। তার মতে, এখনও সময় আছে ভারত-পাকিস্তানের মধ্যকার জিন্নাহ-গান্ধী ট্রফি খেলানোর। কিন্তু মোদির মতো উগ্রপন্থী থাকায় এটি সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাকা আশরাফ। ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি যখন পিসিবির দায়িত্বে ছিলাম, তখন বিসিসিআইকে (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রস্তাব দিয়েছিলাম, দুই দেশের দুই মহান নেতার নামে জিন্নাহ-গান্ধী সিরিজ আয়োজন করা হোক। কিন্তু তারা নরেন্দ্র মোদির মতো উগ্রপন্থীদের কারণে এ প্রস্তাব নিয়ে এগুতে দ্বিধান্বিত ছিল।’
জাকা আশরাফের মতে, ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত ভিত্তিতে কোনো সিরিজ আয়োজন করা হলে, সেটি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের মতোই জমজমাট ও উত্তেজনাপূর্ন হবে। কিন্তু এটি না হওয়ায় ক্রিকেটপ্রেমীরা বঞ্চিত হচ্ছে বলে অনুভব পিসিবির সাবেক চেয়ারম্যান। জাকা আশরাফ বলেছেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যকার এ সিরিজটি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের মতোই হতে পারতো। যা কি না দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি ঘটাতো এবং দুই দেশের ক্রিকেটপ্রেমীরা উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করতে পারত।’ ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে ভেন্যু যদি সমস্যা হয়ে থাকে, তাহলে নিরপেক্ষ মাঠের প্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ঘরের মাটিতে না হলে ভারত-পাকিস্তানের উচিত নিরপেক্ষ ভেন্যুতে খেলা। সেটা হতে পারে, আরব আমিরাত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা বা অন্য কোথাও।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, এখানে মূল বিষয়টা হলো এফটিপিতে(ফিউচার ট্যুর প্রোগ্রাম) আইসিসির নিয়ম পরিবর্তন করা, অবশ্যই ভারতের প্রভাবের কারণে। আইসিসি এখন সব দলের বিপক্ষে সবার খেলা নিশ্চিত না করে, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে সদস্য দেশগুলোর হাতেই সব ছেড়ে দিয়েছে।’