চৌগাছা বাজারে সকাল বেলা ৬টি দোকানে চুরি,ব্যবসায়ীরা আতঙ্কিত

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছা বাজারে বুধবার সকাল বেলা ৬টি দোকানে চুরি হয়েছে। শীতের কারণে দোকান খুলতে ব্যবসায়ীদের কিছুটা দেরি হওয়ার সুযোগটা কাজে লাগিয়েছে চোরচক্র।

বুধবার সকাল ৮ টার দিকে বাজারে চৌগাছা সিটি প্লাজা মার্কেটের জুতা ব্যবসায়ী খাইরুল ইসলাম তার দোকান খুলতে গিয়ে দেখেন শাটার বাঁকা। তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন। চোরেরা তার দোকানের ক্যাশ বাক্স ভেঙে ৩৪ হাজার টাকা নিয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়লে দ্রুত ওই মার্কেটের অন্য ব্যবসায়ীরা আসেন এবং দেখেন একাধিক দোকানে একই পন্থায় চুরি হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, চোরেরা চৌগাছা সিটি প্লাজা মার্কেটের সুপার লিবার্টি দোকান থেকে ২৫ হাজার টাকা, টপ শপ দোকান থেকে ২১ হাজার টাকা, নুর জাহান বার্মিজ ফ্যাশান থেকে ৩৪ হাজার টাকা, লক্ষ্মী কসমেটিক্স দোকান থেকে ১২শ টাকা, সাজ ঘর বিউটি পার্লার থেকে ৩শ টাকা এবং মাধব স্টোর থেকে ৪ হাজার টাকা নিয়ে গেছে।

ব্যবসায়ীরা আরও জানান, চোরেরা ওই মার্কেটের সিড়ির ভেন্টিলেটর ভেঙে মাকের্টর ভেতরে প্রবেশ করে। তারা শাটার বাঁকা করে ঢুকে প্রত্যেক দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। মুখোশ পরিহিত চোরেরা কোনো পণ্য নেয়নি। এ দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় দেখা গেছে।

গত নভেম্বর এবং ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত বাজারের একাধিক দোকানে চুরি সংঘঠিত হয়েছে। একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ী মহিদুল ইসলাম, হচেন আলী, খাইরুল ইসলাম, শফিকুল ইসলাম বলেন, হঠাৎ করেই চৌগাছা বাজারে চোরের ব্যাপক উৎপাত বেড়েছে। রাতে নৈশ প্রহরীরা পাহারা দেওয়ায় চোরেরা সকালে দোকানিরা আসার আগেই চুরি করছে।

বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব বলেন, আগে দেখেছি রাতের আধারে গলির ভেতরের দোকানে বিচ্ছিন্নভাবে চুরি হতে। আর এখন সেটি মেইন সড়কের পাশে দিনের আলোতে চুরি হচ্ছে। এটি কোন চক্র তা খুঁজে বের করা জরুরি।

সমিতির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, শুধুই কি চুরি না এর পেছনে অন্য কোনো কিছুর হাত আছে সেটি নিয়ে আমরা কাজ করছি। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে। চোর শনাক্ত হলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।