কোহলি-কিশানে ভারতের প্রতিশোধ

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথম ম্যাচে গো হারা হেরেছিল ভারত। বিরাটর কোহলির ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের মাত্র ১২৪ রানে অলআউট করে দিয়ে ইংল্যান্ড ম্যাচ জিতে নিয়েছিল ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এবার সেই পরাজয়েরই প্রতিশোধ নিলো যেন বিরাট কোহলিরা। বিরাটের ব্যাটে রান, সুতরাং জয়ের দেখাও পেলো স্বাগতিক ভারত। যদিও বিরাটের চেয়ে বিধ্বংসীরুপে নিজেকে হাজির করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান ইশান কিশান। জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিক ভারত। বিরাট কোহলি ৭৩ রান করে অপরাজিত থাকেন। তবে ৩২ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারটা জিতে নেন ইশান কিশানই। ৫টি বাউন্ডারির সঙ্গে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ৪টি ছক্কার মার।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শূন্য রানেই আউট হয়ে যান ওপেনার লোকেশ রাহুল। দলীয় রানও তখন ছিল শূন্য। কিন্তু এই আউটের ধকল মোটেও পড়তে দিলেন না কোহলি এবং কিশান। এই দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৯৪ রানের দারুণ এক জুটি। এ সময় আউট হন ইশান কিশান। বিরাট কোহলির সঙ্গে ৩৬ রানের একটি জুটি গড়েন রিশাব পান্ত। ১৩ বলে ২৬ রান করে আউট হন পান্ত। স্রেয়াশ আয়ার ৮ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৪৯ বলে ৭৩ রান করে। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারলেন তিনি তিনটি। এর আগে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট জারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৪৬ রান করেন জেসন রয়। ২৮ রান করেন মরগ্যান, ডেভিড মালান এবং বেন স্টোকস- দু’জনই করেন ২৪ করে রান। ২০ রান করেন জনি বেয়ারেস্ট। ২টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর।