লেনদেনের শীর্ষে বেক্সিমকো

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৫ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর মোট লেনদেনের বেক্সিমকোর দখলে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইতে গেল সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা। এ সময়ে কোম্পানিটির ৩১৩ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ২৩ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে।
লাফার্জহোলসিম ডিএসইতে লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির ২৯৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৭৭ শতাংশ কোম্পানিটির দখলে ছিল। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে।
ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সামিট পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, জিবিবি পাওয়ার, লুব-রেফ বাংলাদেশ লিমিটেড ও ওরিয়ন ফার্মাসিটিউক্যালস লিমিটেড।