দর্শনা কেরু চিনিকল খামারে আখ রোপণের উদ্বোধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল খামারে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আখ চাষি গোলাম সরওয়ার লিপুর ১ একর জমিতে ও রঘুনাথপুর গ্রামের চাষি শরিফুলের ৫০ শতক জমিতে আখ রোপণ করে মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান টেকনিক্যাল সার্ভিস (টিএস) ড. জেবুন নাহার ফেরদৌস।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মােশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক (কৃষি) মাহবুবুর রহমান, কেরুজ বাণিজ্যিক খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার শাহা, সাব-জোন প্রধান আবু তালহা, ফুরশেদপুর খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক, আমচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বারী প্রমুখ।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, চিনি কারখানার লোকসান কমাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার আখ রোপণ মৌসুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে লক্ষমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে ৭ হাজার একর জমি। এর মধ্যে কেরুর নিজস্ব জমিতে ১ হাজার ৬৪০ একর ও কৃষকদের ৫ হাজার ৩৬০ একর জমিতে আখ রোপণ করা হবে। লক্ষমাত্রা অর্জন হলে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে চিনিকলে ১ লাখ মেট্রিকটন আখ মাড়াই করে ৬ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন সম্ভব হবে। ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত না হলও ৩ হাজার ৮০২ একর জমিতে আখ রোপণ করা হয়েছিল।