লেনদেনে সেরা বিএটিবিসি

0

লোকসমাজ ডেস্ক॥দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষ স্থানে অবস্থান করছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি)। কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৭ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির শেয়ার সর্বশেষ ১ হাজার ৭০০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে দীর্ঘদিন সেরা স্থান দখলে থাকা কোম্পানি বেক্সিমকো। কোম্পানির ১৮৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
রবি আজিয়াটা লেনদেনের শীর্ষ বিশ কোম্পানির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির ৫২ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।
লেনদেনের শীর্ষ বিশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার, মীর আক্তার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক, বিডি ফাইন্যান্স, ব্রাক ব্যাংক, লাফার্জহোলসিম, গোল্ডেন সন, আইএফআইসি ব্যাংক, গ্রামীণফোন, সিটি ব্যাংক, বার্জার পেইন্টস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।