দ্বিধাদ্বন্দ্বে শিমু

0

লোকসমাজ ডেস্ক॥ টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। কয়েক বছর ধরে অভিনয়ে সেভাবে নিয়মিত নন তিনি। বিশেষ করে করোনা শুরু হওয়ার পর থেকে অভিনয়ে একেবারেই অনুপস্থিত এ অভিনেত্রী। কিন্তু অভিনয়ে না থাকলেও অন্য কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ অভিনেত্রী ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামের একটি উন্নয়নমূলক সংস্থা পরিচালনা করছেন। নিজের কাজে ফেরার বিষয়েও মানবজমিনের সঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। শিমু জানান, শুটিংয়ে ফেরা নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। তিনি বলেন, এখনো বলতে পারছি না সামনে শুটিং করবো কিনা।
কবে করবো তারও পরিকল্পনা নেই। কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন জানতে চাইলে শিমু বলেন, একে তো করোনা। তার ওপর আমি তো এখন ওইভাবে নিয়মিতভাবে কাজ করছি না। তাই সিদ্ধান্ত নিতে পারছি না এই মুহূর্তে। তারপরও প্রতিনিয়তই অভিনয়ের প্রস্তাব পাই। হাসিমুখেই সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়। সময় সুযোগ পেলে এবং ইচ্ছা হলেই তবে কাজে ফিরবেন বলে জানান শিমু। লকডাউনের আগে একটি ওয়েব সিরিজে শেষ শুটিং করেন এই অভিনেত্রী। তারপর থেকে আছেন বাড়িতেই। ১৯৯৯ সালে অরণ্য আনোয়ারের ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় পা রাখেন সুমাইয়া শিমু। প্রথম নাটকেই বেশ প্রশংসিত হন তিনি। এরপর একের পর এক নাটকে অভিনয় করে গেছেন। বিভিন্ন খণ্ড ও ধারাবাহিক নাটকে শিমুর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।