ডিএসইতে সাড়ে ৮০০ কোটি টাকার নিচে লেনদেন

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের পুঁজিবাজারে রোববার (৩১ জানুয়ারি) সব ধরনের সূচক ছিল নিম্নমুখি। উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে ৮০০ কোটি টাকার নিচে নেমেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৩ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৪১ কোটি ৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৫৬ টির, কমেছে ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৫৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১২১ পয়েন্ট কমে ৯ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪২টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ টাকা।