যশোর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মারুফ ও কেশবপুরে আব্দুস সামাদ

0

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরমধ্যে যশোর পৌরসভার মেয়র পদে সাবেক মেয়র মারুফুল ইসলাম ও কেশবপুর পৌরসভায় সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩০ টি পৌরসভায় মেয়র পদে ও ০৩ টি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার চূড়ান্ত প্রার্থীদের দলীয় প্রত্যায়নপত্র হস্তান্তর করা হবে। যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোর পৌরসভার মেয়র পদের জন্য দলের চার নেতা আবেদন করেছিলেন। তারা হলেন পৌরসভার সাবেক মেয়র নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চৌধুরী রফিকুল ইসলাম ওরফে মুল্লুক চাঁদ এবং সাবেক কাউন্সিলর অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল। এরমধ্যে সাবেক মেয়র মারুফুল ইসলামকে ধানের শীষের প্রার্থী হিসেবে দল মনোনয়ন দিয়েছে। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঢাকায় আছি। দলের পক্ষ থেকে আমাকে আমার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে। রোববার যশোরে ফিরে আসছেন বলেও তিনি জানান।