পিকে হালদারের সহযোগী ও তার মেয়ের তিনদিনের রিমান্ড চায় দুদক

0

লোকসমাজ ডেস্ক॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হাওলাদার) সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধার তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে দুদক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ রিমান্ড আবেদন করেন দুদক। এর আগে গতকাল দুদকের তলবে হাজির হলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুর ২টায় তাদের সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়।