কমতির দিকে স্বর্ণের দাম

0

লোকসমাজ ডেস্ক॥ মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হয়ে উঠেছে। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে স্বর্ণের। দেশে দেশে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু, অর্থনৈতিক পুনরুদ্ধারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা ঘোষণার জের ধরে মূল্যবান ধাতুটির দামে দুই মাসের মধ্যে সর্বোচ্চ পতন দেখা দিয়েছে। খবর ব্লুমবার্গ।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১৪ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৫ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় আউন্সপ্রতি ২ ডলার ৬০ সেন্ট কম। দিনের শুরুতে স্বর্ণের স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ৮১৭ ডলারের নিচে নেমেছিল, যা গত ২ ডিসেম্বরের পর সর্বনিম্ন।
মুদ্রাবাজারে তিন বছরের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে মার্কিন ডলার। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই মহামারীকবলিত মার্কিন অর্থনীতির গতি ফেরাতে জো বাইডেনের ট্রিলিয়ন ডলারের পুনরুদ্ধার পরিকল্পনা প্রকাশের পর পরই মুদ্রাবাজারে গতি ফিরে পায় ডলার। এ অবস্থান স্বর্ণের দরপতনে প্রভাবক হিসেবে কাজ করেছে।