করোনার কারণে টোকিওতে স্থগিত অলিম্পিক টর্চ প্রদর্শনী

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসসের কারণে কি আদৌ জাপানে টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে পারবে? এক বছর পিছিয়ে দেয়া হলেও কি জাপান সরকার পারবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- অলিম্পিক গেমসের আয়োজন করতে? তার আগেই কিন্তু একের পর এক দুঃসংবাদ আসছে দেশটির জন্য। এখন চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এই ঢেউ আছড়ে পড়ছে পুরো পৃথিবীতেই এবং এ কারণে নানা দেশেই চলছে লকডাউন। চিন্তার ভাঁজ পড়েছে টোকিও অলিম্পিক আয়োজকদের কপালেও। কারণ একটাই, করোনা। জাপানে আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে কোভিড-১৯ ভাইরাস। আজ (বৃহস্পতিবার) নতুন করে ২৪৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিন আগেও দেশটিতে আক্রান্ত ছিল ৮৫০ জন। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ। পরিস্থিতি বিচার করে আয়োজকরা অলিম্পিক টর্চ প্রদর্শনী স্থগিত করার সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার থেকে টোকিও শহরের একাধিক জায়গায় শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক টর্চ প্রদর্শনী; কিন্তু যেভাবে করোনা সংক্রমণ আবার মাথা চাড়া দিচ্ছে, তাতে ঝুঁকি নেওয়ার সাহস পাচ্ছে না টোকিও প্রশাসন। চলতি মাসের শেষ পর্যন্ত অলিম্পিক সংক্রান্ত সমস্ত ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। দেশের করোনা পরিস্থিতির জন্য অনেকেই চান, টোকিও অলিম্পিক বাতিল করা হোক বা আরও পিছিয়ে দেওয়া হোক। অলিম্পিককে কেন্দ্র করে প্রচুর মানুষ আসবেন টোকিওতে। তাতে সংক্রমণ আরও ব্যপক হারে বাড়তে পারে বলে শঙ্কা স্থানীয়দের। বর্তমান পরিস্থিতিও সেই দিকেই ইঙ্গিত করছে। চাপ ক্রমশ বাড়ছে আইওসি ও টোকিও অলিম্পিক আয়োজকদের ওপর। প্রসঙ্গতঃ পরিবর্তিত তারিখ অনুযায়ী ২৩ জুলাই শুরু হওয়ার কথা এবারের অলিম্পিক। ২৪ আগস্ট শুরু হওয়ার কথা প্যারালম্পিক। কিন্তু দেখার বিষয়, করোনার কারণে অলিম্পিক গেমস ঠিকমত মাঠে গড়াতে পারে কি না।