পৌর নির্বাচনে মাগুরা মোংলা ও শৈলকুপা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী ১৬ জানুয়ারি বিভিন্ন পৌরসভায় প্রথম দফা নির্বাচন। রোববার ছিল এসব পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। প্রতিটি পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপিসহ স্বতন্ত্র বা অন্যান্য দলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মাগুরা সংবাদদাতা জানান, আসন্ন মাগুরা পৌর নির্বাচনে গতকাল রবিববার মনোনয়ন পত্র জমার শেষ দিন পর্যন্ত ৩ প্রার্থী মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। এ ৩ প্রার্থী হচ্ছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল, বিএনপি দলীয় প্রার্থী সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মশিউর রহমান। এ ছাড়া ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্যসহ কাউন্সিলর পদে মোট ৫১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল ইসলাম জানান, সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন । তার মধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মাগুরার একমাত্র এ পৌরসভার ৩৫ ভোট কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। পৌরসভায় বর্তমানে ৭৬ হাজার ৮৭৫ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ২৮০ জন ও নারী ভোটার রয়েছে ৩৭ হাজার ৫৯৪ জন। এ নির্বাচনে আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ।
বাগেরহাট সংবাদদাতা জানান, মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার স্থানীয় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত শেখ আব্দুর রহমান, বিএনপির মো. জুলফিকার আলী, স্বতন্ত্র সাংবাদিক এইচ এম দুলাল, মো. কামরুজ্জামান ও শেখ মোকছেদুল আলম। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরতি মহিলা কাউন্সিলর পদে ১৪ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্র রয়েছে। এবারই প্র্রম মোংলা পোর্ট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হতে যাচ্ছে। নির্বাচনে সাধারণ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৬৮১ আর নারী ১৪ হাজার ৮৪০ জন। এর আগে ২০১১ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৫১জন।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, শৈলকুপা পৌর নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপির প্রার্থীসহ গতকাল মেয়র পদে ৫টি মনোনয়নপত্র জমা দেয়া হয়। জমাদানকারীরা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজী আশরাফুল ইসলাম আজম, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. ওসমান গনি, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সহসভাপতি শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, পৌর আওয়ামীলীগ নেতা তৈয়বুর রহমান খাঁন মনোনয়ন পত্র জামা দিয়েছেন। সূত্রমতে, ঝিনাইদহের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা কাজী আশরাফুল ইসলাম আজম মনোনয়ন পত্র দাখিল করেছেন রবিবাব দুপুর ২টায়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মস্তোফা আরিফ রেজা মন্নু, কৃষক লীগের সভাপতি ভাইসচেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়াদ্দার, সাবেক ছাত্রনেতা জুলফিকার কায়সার টিপুসহ নেতাকর্মীরা। পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহম্মেদ জানান। আগামী ১৬ জানুয়ারি ইভিএমএ ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে ও তিনি জানান।