৩৬ রানে অলআউট হওয়ার পর যা বললেন কোহলি

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের ইতিহাসে এমন দিন আর আসেনি। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্টের মতো ঐতিহ্যবাহী ফরমেটে ৩৬ রানেই অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল। যা কিনা তাদের টেস্ট ইতিহাসের সর্বনিন্ম দলীয় সংগ্রহ। যে কোনো দলের হিসেবে চতুর্থ সর্বনিন্ম। অথচ অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টটিতে ভারত প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগিয়েই ছিল। ২৪৪ রানে গুটিয়ে গেলেও অস্ট্রেলিয়াকে ১৯১ রানে আটকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল তারা। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট এবং তৃতীয় দিনেই ৮ উইকেটের অপ্রত্যাশিত হার। এমন লজ্জার এক পারফরম্যান্সের পর আর কীইবা বলার থাকতে পারে! কোহলি বলার ভাষা হারিয়ে ফেলেছেন, কোনো অজুহাত দাঁড় করাচ্ছেনও না। তার মতে, উইকেট বা অন্য কিছুর দোষ নয়, তারা হার মেনেছেন মানসিকতায়।
কোহলি বলেন, ‘এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ৬০ রানের মতো লিড নিলাম আর কিনা হুড়মুড়িয়ে ভেঙে পড়লাম! যখন আপনি দুদিন কঠোর পরিশ্রম করে নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে গেলেন, সেখান থেকে মাত্র একটি ঘন্টাতেই এমন জায়গায় নেমে গেলেন, যেখান থেকে জয় পাওয়া আসলে অসম্ভব।’ প্রথম ইনিংসেও অস্ট্রেলিয়া একই জায়গায় বল করেছে, কিন্তু রান করার মানসিকতা ছিল দলের ব্যাটসম্যানদের, মনে করেন কোহলি। ভারতীয় অধিনায়কের কথা, ‘সত্যি করে বলতে কিছু ভালো বল তারা করেছে, কিন্তু বলে বিশাল কোনো পরিবর্তন (দ্বিতীয় ইনিংসে) এসে গিয়েছিল, এমন নয়। আমার মনে হয়, মানসিকতা। এটা স্বীকার করতেই হবে।’ কোহলি যোগ করেন, ‘আমার মনে হয়, রান আসাটা কঠিন হয়ে পড়ছিল এবং তাদের বোলাররা খুব আত্মবিশ্বাসী ছিল। সম্ভবত এটা আমাদের একাগ্রতার অভাব এবং তাদের ঠিক জায়গায় বল করা, দুইয়ের সংমিশ্রণেই হয়েছে।’