যশোরে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই মেলার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বলেছেন, নারীর ক্ষমতায়ন ও উন্নত সমৃদ্ধশালী অর্থনৈতিক বাংলাদেশ বিনির্মাণে এসএমইর গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, দেশের শক্তিশালী অর্থনীতির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের ধারা অব্যাহত রাখতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের এসএমই মেলার প্রতি গুরুত্ব দিতে হবে। এ মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে তিনি প্রত্যাশা করেন।
বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ শনিবার সন্ধ্যায় যশোর শহরের প্রাণকেন্দ্র মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল) সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
যশোর জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত বিভাগীয় এসএমই মেলার উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির আলোচনা করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দীন মাহমুদ ও যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন, যশোর পৌরসভার মেয়র হায়দার গণী খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও নাসিব যশোরের সভাপতি সাকির আলী।
আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে টাউন হল ময়দানের এসএমই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের বিভাগীয় এসএমই মেলায় ৬০টি স্টলে মানসম্মত পণ্যের পসরা নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিয়েছেন। সপ্তাহব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।