কোহলিদের খুব বেশি এগুতে দেয়নি অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ মহা আলোচিত টেস্ট সিরিজ। শুরু হলো আজ। অ্যাডিলেডে দিবা-রাত্রির এই টেস্টের প্রথম দিন বিরাট কোহলিরা বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু তাদেরকে খুব বেশি এগুতে দেয়নি অসি বোলাররা। যে কারণে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে কোহলির ভারত। ভারতীয় একাদশ নিয়ে তুমুল আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। ভারতীয় সাবেকদের মতে পৃথ্বি শ’কে না নিয়ে ওপেনিংয়ে শুভমান গিল কিংবা লোকেশ রাহুলকে নেয়া হোক। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট করো কথায় কান দেননি। পৃথ্বি শ’কে দিয়েই একাদশ সাজিয়েছেন তারা। বাদ দিয়েছেন লোকেশ রাহুল এবং শুভমান গিলকে। কিন্তু ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান একেবারেই দিতে পারেননি পৃথ্বি ’শ। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন সাজঘরে। অন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ওপর আস্থা ছিল পাহাড় সমান। কিন্তু সেই প্রত্যাশার চাপ তিনিও সামলে নিতে পারেননি। আউট হয়ে গেলেন মাত্র ১৭ রান করে। এবার বোল্ড। উইকেট শিকারী প্যাট কামিন্স। তৃতীয় উইকেটে ভারতের বর্তমান সময়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটিং জুটি। চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। এই দু’জন আশা জাগিয়ে তুলেছিলেন। জুটি গড়েছিলেন ৬৮ রানের। কিন্তু নাথান লায়নের ঘূর্ণির সামনে আর খুব বেশি টিকতে পারেননি পুজারা। ১৬০ বল খেলে ৪৩ রান করে বিদায় নিলেন তিনিও। এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বাধেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে।
এই জুটিটাই অসি বোলারদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ৮৮ রানের জুটি গড়ার পর দুর্ভাগ্যের শিকার বিরাট কোহলি। ১৮০ বল থেলে ৭৪ রান করে তিনি যখন আরেকটি সেঞ্চুরির দোরগোড়ায়, তখন রান আউটের দুর্ভাগ্যের শিকার হলেন। কোহলি বিদায় নেয়ার পর আজিঙ্কা রাহানেও উইকেটে নিজেকে ধরে রাখতে পারলেন না। ৯২ বল খেলে ৪২ রান স্কোরবোর্ডে যোগ করে বিদায় নেন তিনি মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর হনুমা বিহারীও দাঁড়াতে পারেননি অসি বোলারদের সামনে। ২৫ বলে ১৬ রান করে আউট হয়ে যান তিনি। দিন শেষে ভারতের হয়ে উইকেটে টিকে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা, ৯ রানে এবং রবিচন্দ্রন অশ্বিন ১৫ রানে। খেলা হয়েছে ৮৯ ওভার। ২.৬১ গড়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ২টি, জস হ্যাজলউড, প্যাট কামিন্স এবং নাথান লায়ন নেন ১টি করে উইকেট।