কলারোয়ায় টমেটো চাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতীরার কলারোয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ বিষয়ক দিনব্যাপী প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলে এক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপ্রকল্প পরিচালক ড. হারুন-উর রশিদ। গোপালগঞ্জে বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায়¡ আধুনিক পদ্ধতি ও কৌশল ব্যবহার করে কিভাবে স্বল্প খরচে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে টমেটো চাষ করা যায় সে বিষয়ে ১২০ জন কৃষকদের মাঝে এ প্রশিণ দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামান। এ কর্মশালায় বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফা কামাল শাহাদাতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।