ক্যারিবীয় বোলারদের হাসি কেড়ে নিলেন নিকোলস

0

লোকসমাজ ডেস্ক॥ হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস এবং ১৩৪ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতেও স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। যদিও তাদের জন্য স্বস্তির খবর হচ্ছে, এই টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়াসন, যিনি প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তবে, উইলিয়ামসন না থাকলে কি হবে, নিউজিল্যান্ডের তো আর ব্যাটসম্যানের অভাব নেই। ক্যারিবীয় বোলাররা শুরুতে চেপে ধরার চেষ্টা করেছিল ইংল্যান্ডকে। কিন্তু কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলস সেই অভাব পূরণ করে দিলেন। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ২৯৪ রান। ১১৭ রানে অপরাজিত থেকে যান নিকোলস। তার সঙ্গী কাইল জেমিসন রয়েছেন ১ রানে। প্রথমে ব্যাট করতে নেমে টম ব্লান্ডেল মাত্র ১৪ রান করে ফিরে যান। ২৭ রান করে আউট হন টম ল্যাথাম। উইল ইয়াঙ ৮৭ বল খেলে করেন ৪৩ রান। রস টেলরের ব্যাট থেকে এসেছে ৯ রান। এছাড়া বিজে ওয়াটলিং ৩০, ড্যারিল মিচেল করেন ৪২ রান। নিয়মিত বিরতিতে উইকেট পড়ার কারণে বড় স্কোর হয়তো গড়তে পারেনি কিউইরা; কিন্তু হেনরি নিকোলস দাঁড়িয়ে যাওয়ার কারণে ক্যারিবীয় বোলারদের আনন্দ বিষাদে পরিণত হয়। ক্যারিবীয় বোলারদের মধ্যে শ্যানন গ্যাব্রিয়েল নেন ৩ উইকেট নেন। চিমার হোল্ডার নেন ২ উইকেট এবং অ্যালজারি জোসেফ নেন ১ উইকেট।