বিজয়ের মাস

0

মাসুদ রানা বাবু ॥ ১০ ডিসেম্বর ১৯৭১। একাত্তরের এইদিনে ঢাকা থেকে সব বিদেশী পর্যটক, কূটনীতিক ও সাংবাদিকদের সরে যেতে বলা হয়। কেননা, ঢাকা দখলে নিতে ইতিমধ্যে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে আক্রমণ শুরু করেছেন। ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ও পাকবাহিনীকে ধাওয়া করে মুক্তিকামী জনতা। এতে পাকহানাদার বাহিনীর সদস্যরা দিগি¦দিক ছুটতে থাকে। অনেক সদস্যকে প্রাণ ও দিয়ে হয় জনতার হাতে। এদিন মুক্তিযোদ্ধাদের কাছে প্রতি মুহূর্তে বিভিন্ন অঞ্চলমুক্ত হওয়ার সংবাদ আসতে থাকে। মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কাছ থেকে বিভিন্ন সেনা ক্যাম্প ও অঞ্চলমুক্ত করার মধ্য দিয়ে বিজয়ের দিকে যাচ্ছিলেন। আর বাংলার ছাত্র-কৃষক জনতা, যুদ্ধে নিখোঁজ হওয়া স্বজনদের খোঁজ শুরু করেন এদিনে। নিখোঁজ স্বজনদের খোঁজে এ ক্যাম্প থেকে সে ক্যাম্পে ছুটতে থাকেন মুক্তিকামী জনতা। এদিকে, পাকিস্তানি সমরনায়করা রণাঙ্গনে টিকতে না পেরে যুক্তরাষ্ট্রের সমর্থন ও টানা তৎপরতার জন্য মরিয়া হয়ে গেছে। গণচীনও কিছুটা আগ্রহ দেখায়। কিন্তু বিশ্বের প্রভাবশালী সোভিয়েত ইউনিয়নের সমর্থন বাংলাদেশের প্রতি থাকার কারণে টানা তৎপরতা অঙ্কুরেই বিনষ্ট হয়। আর মার্কিন দুষ্টুবুদ্ধিও প্রমাদ গুণের ফলে কূটনৈতিক যুদ্ধে পাকিস্তানের পরাজয় ঘটে। এরপর রণাঙ্গনে পাকিস্তানের পরাজয় বরণ করে নেয়ায় দৃশ্যের অপেক্ষা চলে।