ঝিকরগাছায় সম্প্রতি শীর্ষ ৪ বিএনপি নেতার মৃত্যু রাজনৈতিক অজ্ঞনে শোকের মাতম

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় সম্প্রতি শীর্ষ ৪ বিএনপি নেতার অকাল মৃত্যু হয়েছে। ফলে স্থানীয় রাজনীতিতে শোকের মাতম চলছে। অন্যান্য নেতাদের মাঝেও ভিতির সৃষ্টি হয়েছে। জানাগেছে, গত ১৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় শ্বাষকষ্ট ও বুকে ব্যথায় আক্রান্ত বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিয়ার রহমান (৬০) খুলনা মেডিকেলের ফু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। দল ও পরিবারের পক্ষ থেকে পরদিন জানাজা ও দাফনের সিদ্ধান্ত থাকলেও স্থানীয় পুলিশ প্রশাসনের চাপে রাতেই দূ’দফা জানাজা শেষে মরহুম মশিয়ার রহমানের লাশদাফন করা হয়। এছাড়া গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ঈশার নামাজ আদায়ের সময় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নুরুজ্জামান খাঁন ওরফে বাবুল খাঁন (৬২), ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরেক শীর্ষ নেতা নাজমুল বাকার (৬২)। সর্বশেষ গত ৩০ নভেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তোকাল করেছেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (৫৭)। ফলে একের পর এক বিএনপির শীর্ষ নেতাদের মৃত্যুতে রাজনৈতিক অজ্ঞনসহ এসব পরিবারে চলছে শোকের মাতম । একের পর এক শীর্ষ নেতাদের মৃত্যুতে দলীয় অসুস্থ ও বয়োবৃদ্ধদের মাঝে ভিতির সৃষ্টি হয়েছে। ফলে চলমান করোনা পরিস্থিতিতে সকল দলীয় নেতাকর্মীদেরকে সতর্কতার সাথে চলাচল করতে ও নিজনিজ পরিবারের সাথে বেশি বেশি সময় দেয়ার জন্য অনুরোধ করেছেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু ও পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ।