পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে

0

লোকসমাজ ডেস্ক॥দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ধারাবাহিকভাবে নতুন কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছে। আর আইপিওকে কেন্দ্র করে বাজারে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিডিবিএল সূত্রে জানা গেছে, নভেম্বর শেষে বিনিয়োগকারীদের নতুন বেনিফিশিয়ারি একাউন্ট (বিও হিসাব) সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৮ হাজার ৮৯২টি। অক্টোবরে তা ছিল ২৩ লাখ ৫৯ হাজার ৯৫০টি। এক মাসের ব্যবধানে নতুন ১ লাখ ৪৮ হাজার ৯৪২টি বিও হিসাব খোলা হয়েছে। আলোচ্য হিসাব খোলার মাধ্যমে নতুন বিনিয়োগকারী বাজারে আসছে। তাদের অংশগ্রহণ বাড়ছে পুঁজিবাজারে।
সংশ্লিষ্টরা বলছেন, বাজার গতিশীল হলে আরও নতুন বিনিয়োগকারী বাজারে আসবে। তাছাড়া, ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি বাজারে আসলেও বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি হয়। বিনিয়োগকারীদের অংশগ্রহণই বাজার স্থিতিশীলতা বজায় রাখতে পারে।
জানা গেছে, পুঁজিবাজারে নভেম্বর শেষে ২৫ লাখ ৮ হাজার ৮৯২ বিও হিসাব খোলা হয়েছে। এরমধ্যে পুরুষদের বিও ১৮ লাখ ৪৭ হাজার ১১১টি খোলা হয়েছে। অক্টোবর মাসের শেষ দিন পুরুষ বিও ছিল ১৭ লাখ ৩৬ হাজার ৭৮১টি। নভেম্বর মাসে পুরুষ বিও হিসাব বেড়েছে ১ লাখ ১০ হাজার ৩৩০টি।
নভেম্বরে নারী বিও হিসাব ৩৮ হাজার ৪৫৯টি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ১২৪টিতে। অক্টোবরের শেষ দিন নারী বিও ছিল ৬ লাখ ৯ হাজার ৬৬৫টি।
এদিকে, অক্টোবর মাসের শেষ দিন দেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২২ লাখ ১৭ হাজার ৮৫৩টি। নভেম্বর মাসের শেষ দিন তা দাঁড়ায় ২৩ লাখ ৪৩ হাজার ১৬৮টি। এক মাসে দেশী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ লাখ ২৫ হাজার ৩১৫টি বেড়েছে। তাছাড়া, নভেম্বরে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ২৩ হাজার ৩৪০টি বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫১ হাজার ৯৩৩টিতে। অক্টোবরে ছিল ১ লাখ ২৮ হাজার ৫৯৩টি বিও হিসাব।