যশোরে সনদ বিতরণ অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক : আঞ্চলিক পত্রিকার ভারসাম্য রক্ষায় সরকারি সহযোগিতা প্রয়োজন

0

সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, করোনার প্রভাবসহ বিভিন্ন কারণে আজ সংবাদপত্রের অনেক পাঠক হারিয়ে গেছে। যে কারণে সাপ্তাহিক পত্রিকা থেকে শুরু করে অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে। আবার অনলাইন সাংবাদিকতা শুরু হয়েছে। আঞ্চলিক পত্রিকাসহ যে সকল পত্রিকা চলছে, তা কোনরকম টিকে আছে। পিআইবি মহাপরিচালক আরো বলেন, আঞ্চলিক পত্রিকার ভারসাম্য রক্ষায় সরকারি সহযোগিতা প্রয়োজন। কাগজের মান বাড়াতে প্রয়োজন সাংবাদিকদের প্রশিক্ষণ। তাই সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরপর মোবাইল ফোনে সাংবাদিকতার প্রশিক্ষণ দেয়া হবে সময়ের প্রয়োজনে। অনুসন্ধানি সাংবাদিকতা, তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ পেলে তৃণমূল পর্যায়ে সাংবাদিকতার ভিত্তি তৈরি হবে। এতে অনেক উন্নতি হবে। মহান মুক্তিযুদ্ধের বিষয়ে গবেষণা ও অনুসন্ধানি রিপোর্টের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নেয়ার জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর প্রেসকাবের সভাপতি জাহিদ হাসান টুুকুন, বিএফইউজে’র সহসভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। পারভীন এস রাব্বী অনুষ্ঠান সঞ্চালনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ সাংবাদিকদের প্রশিক্ষণ দেন। বিজ্ঞপ্তি।