‘এখনও লা লিগা জেতা সম্ভব বার্সেলোনার’

0

লোকসমাজ ডেস্ক॥ আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে শীর্ষস্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে ১২ পয়েন্টে পিছিয়ে কাতালান ক্লাবটি। রয়েছে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে। নতুন উদ্যোমে ঘুরে দাঁড়ানোর কথা বলা হলেও ব্যর্থতার আরও তলানিতে যাচ্ছে তারা। এই অবস্থায় শিরোপা দৌড় থেকে অনেকেই সরিয়ে দিচ্ছেন বার্সেলোনাকে। তবে ক্লাবটির ফরাসি ডিফেন্ডার ক্লেমঁ লেংলে বলছেন, এখনও শিরোপা জেতা সম্ভব। আতলেতিকোর কাছে হারের পর বার্সেলোনার সামনে এখন চ্যাম্পিয়নস লিগ মিশন। মঙ্গলবার রাতে ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনার লিগ জেতার ব্যাপারে আশার কথাই শুনিয়েছেন লেংলে, ‘হ্যাঁ, এখনও লা লিগা জেতা সম্ভব আমাদের (বার্সেলোনা)। এখনও অনেক ম্যাচ ও পয়েন্ট বাকি। এখন যদি আমরা আমাদের মাথা নিচু করি, তাহলে সেটা পেশাদারিত্বের কিছু হলো না। এটা অসম্মানজনক। আমাদের এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে।’ লা লিগায় অবস্থা খারাপ হলেও চ্যাম্পিয়নস লিগে দুরন্ত বার্সেলোনা। তিন ম্যাচের সবকটি জিতে নকআউট পর্বে এক পা দিয়ে রেখেছে তারা। তাই কিয়েভের বিপক্ষে ম্যাচটিতে রোনাল্ড কোম্যান বিশ্রাম দিয়েছেন লিওনেল মেসি ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে। শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে নকআউট পর্ব নিশ্চিত হলে দলে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন লেংলে। ফরাসি ডিফেন্ডারের বক্তব্য, ‘এই ম্যাচটি (কিয়েভ) অনেক কারণে গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখে আমাদের ভালো ফল আনতে হবে। সেটা হলে আমরা যদি কোয়ালিফাই করতে পারি (নকআউট পর্বে), তাহলে কোচ আরও পরিবর্তন আনতে পারবেন।’