শালিখার শতখালি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখা উপজেলায় শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণকাজ গত তিন বছরেও শেষ হয়নি। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০১৮- ১৯ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি চারতলা নতুন ভবন নির্মাণের জন্য ২ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬ ৫১ টাকা বরাদ্দ করা হয়। এরপর টেন্ডার প্রক্রিয়া শেষ করে ২০১৯ সালের ২৭ ফেব্র“য়ারি কার্যাদেশ দেওয়া হয়৷ কাজের দায়িত্ব পায় ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাদ কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি কাজ শুরু করে ভবন নির্মাণ করলেও এখনো প্রায় শতকরা ৪০ ভাগ কাজ বাকি রয়েছে। তবে উপজেলা শিক্ষা প্রকৌশল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা জানান ঠিকাদারের গাফিলতিততে কাজ বন্ধ রয়েছে, কাজ শুরুর শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নানা সংকটের কারণে ক্লাস পরিচালনা করাসহ অন্যান্য কাজে দারুণভাবে বিঘœ সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধিদপ্তর অফিসসহ বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছে না। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নান শিকদার বলেন, ‘সমস্যা উত্তরণে আমি ঠিকাদারকে কয়েক দফা ফোন করেছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না।’ প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন বিদ্যালয়টি যথাসময়ে নির্মাণ না হওয়ায় পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনই নির্মাণের আগেই ভবনের নানামুখী সমস্যা দেখা দিচ্ছে। উপজেলা শিক্ষা প্রকৌশল অফিসের অ্যাকাডেমি সুপারভাইজার (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) বিপ্লব কুমার জানান, ঠিকাদারের গাফিলতিতে নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি। বাকি কাজ সম্পন্ন করার জন্য খুব শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।