খেলাফত মজলিসের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক॥ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মহাফিল ও ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় এফএম কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘শুধু ব্যক্তি জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও নবী করিম (সা.)-এর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগতভাবে সিরাত মানার চেষ্টা করলেও আমরা সম্মিলিতভাবে সিরাত প্রতিষ্ঠার চেষ্টা করছি না।’ তিনি বলেন, ‘আমরা যেন সত্যিকার অর্থে নবীকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, শুধু মুখে ভালোবাসা নয়। তাহলে অবশ্যই মহানবীর সিরাত প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাফত মজলিস যে আদর্শে চলছে, সে আর্দশে চলে বিশ্বনবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহকে বাংলার জমিনে বিজয়ী করে আমরা যেন খেলাফত আলা মিনহাজুন নব্যুয়াহর আদলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যবস্থা করি।’
জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের সিনিয়র শায়খুল হাদিস শেখ আজিম উদ্দিন বলেন, ‘রাজনীতি বলি, সামাজিক বলি, অর্থনীতি বলি, ব্যক্তি জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, সর্বক্ষেত্রে রাসূলে কারিম সা. আমাদের কাছে তার আদর্শ রেখে গেছেন।’ সভাপতির বক্তব্যে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার বলেন, ‘ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর যদি মহানবী সা.-এর অবমাননা করার কারণে মনে কষ্ট লাগে, তাহলে আমাদের সমাজে যে প্রতিনিয়ত মহানবীর সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে, এর প্রতিবাদ করা হচ্ছে না কেন। এসবের জন্য সাধারণ মানুষের চেয়ে উলামায়ে কেরামের দায়িত্ব বেশি, তাই সবাইকে এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর প্রমুখ।