গোয়াল ঘরের ছাউনিতে অজগর

0

শরণখোলা সংবাদদাতা ॥ বাগেরহাটের শরনখোলায় এক গৃহস্থের গোয়াল ঘরের চালা থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ১৩ ফুট লম্বা সাপটির ওজন প্রায়২০ কেজি। বনবিভাগ সূত্র জানায়, বুধবার পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের আজীজ শিকদারের গোয়াল ঘরের চালায় একটি অজগর সাপ দেখতেপান বাড়ির লোকজন। পরে তারা বন সুরা বিষয়ক ভিটিআরটি টীম ও সিপিজির সদস্যদের জানান। ওই সদস্যরা এটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় এদিন দুপুর ১২ টার দিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। এর আগে গত এক সপ্তাহে লোকালয় থেকে ১৫ থেকে ২০ কেজি ওজনের ৪ টি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে বনের বগী ও শরণখোলায় অবমুক্ত করা হয়েছে। এছাড়াও গত ১১ মাসে লোকালয়ে আসা অন্তত ৩০ টি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বন্য প্রাণী উদ্ধারকারীরা। বনের সাপ লোকালয়ে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। তবে বনবিভাগ বলছেন টাইগার টীম ও সিপিজির সহায়তায় সাপগুলো উদ্ধার করে বনে অবমুক্ত করা হচ্ছে। বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে বনবিভাগকে অবহিত করতে এবং ভীত না হতে পরামর্শ দেন রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। ওয়াইল্ড লাইফ সূত্র জানায়, বিশ্বের সেরা এ ম্যানগ্রোভ বনে গোখরা,দাড়াস,কাল কেউটেসহ ১৮/২০ প্রজাতির বিষধর সাপের বসবাস। প্রতিবছর মাছ ধরতে যাওয়া অনেক জেলে এসব সাপের ছোবলে মৃত্যু বরণ করে। তবে অজগরের ছোবলে তেমন কোন প্রাণহানীর খবর পাওয়া যায়না। সুন্দরবনে ব্যাপকহারে অজগরের উপস্থিতি রয়েছে বলে বনজীবিরা জানিয়েছেন।