রাজগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকেবিভিন্ন মহলের অভিনন্দন

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবে বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ওসমান গণি সভাপতি ও জি.এম. বাবু সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। বিবৃতিদাতার হলেন, ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ, মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এ গফুর, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান আনছার আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম.আলাউদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার রিপন কুমার ধরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।