শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু, আহত ৫

0

শৈলকুপা সংবাদদাতা (ঝিনাইদহ)॥ ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুফিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন ভাটবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে। সংঘর্ষকারীরা স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানান গ্রামবাসী। স্থানীয়রা জানান, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ভাটবাড়িয়া গ্রামে টিপুর সমর্থক আজিবর মেম্বর এবং মামুনের সমর্থক আফজাল বিশ্বাসের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ উত্তেজনাকে কেন্দ্র করে মামুন গ্রুপের সমর্থকরা সোমবার ভোরে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও পাঁচ ব্যক্তি। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, ‘সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সুফিয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এছাড়া হত্যা পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’